ঢাকায় শিল্পা শেঠীর অনুষ্ঠানে ট্যাক্স ফাঁকির অভিযোগ, আয়োজকের ব্যাংক হিসাব জব্দ
ট্যাক্স পরিশোধ না করার অভিযোগে মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন লিমিটেডের মালিকের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাইতে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের বিখ্যাত অভিনেত্রী শিল্পা শেঠীকে নিয়ে এসেছিল তারা।
ট্যাক্স ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী শাহজাহান ভুঁইয়া রাজুর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিল্পা শেঠীর অনুষ্ঠানে উপস্থিত হওয়া নিয়ে এনবিআরের ট্যাক্স বিভাগের অনুমোদনের আলোচনা চলমান থাকা অবস্থায় অনেক গোপনে এই অভিনেত্রীকে দেশে নিয়ে এসে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এই অভিনেত্রী বাংলাদেশে অনুষ্ঠানে অংশগ্রহণের পর গোপনেই নিজ দেশে ফিরে যান। তার ও তার টিমের অন্যান্য সদস্যদের জন্য কত টাকা ব্যয় করা হয়েছে সেটিও জানা যায়নি। এতে সরকার প্রাপ্য কর থেকে বঞ্চিত হয়েছে।
এনবিআর ধারণা করছে, এতে বিপুল অঙ্কের লেনদেন হয়েছে। বিদেশীদের যে কোন আয়ের উপর ৩০ শতাংশ হারে ট্যাক্স প্রযোজ্য বাংলাদেশে।
যদিও আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার শাহজাহান ভুঁইয়া রাজু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, "শিল্পা শেঠী একটি অ্যাওয়ার্ড রিসিভের জন্য ঢাকায় এসেছিলেন। তাকে কোনো টাকা দেওয়া হয়নি।"
তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়টি স্বীকার করে রাজু বলেন, তিন বছরের রিটার্ন জমা না দেওয়ার জন্য এটি করা হয়েছে।
শুধু তাই নয়, এ ধরনের অনুষ্ঠানের জন্য এনবিআরের অনাপত্তির প্রয়োজন হয় না বলেও মনে করেন তিনি।
যদিও তার এমন বক্তব্যের সঙ্গে একমত নন এনবিআর কর্মকর্তারা।
এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিল্পা শেঠীর অনুষ্ঠানে ট্যাক্স ফাঁকি সংক্রান্ত বিষয়টি নিয়ে আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়ার স্বত্ত্বাধিকারী রাজুকে জিজ্ঞাসাবাদ করেছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
সিআইসি'র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত এক মাস আগে আলোচ্য ব্যক্তির সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবং এইচআরএম এর মেম্বার শাহীন আক্তার টিবিএসকে বলেন, "শিল্পা শেঠী আসার আগের দিন জানানো হলো অনুষ্ঠান স্থগিত। কিন্তু পরদিন তাকে এনে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং তিনি অনুষ্ঠান শেষে চলেও যান। যাতে আমাদের (এনবিআরের) কিছুই করার ছিলো না।"
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি শিল্পীরা বাংলাদেশে কোন অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে এনবিআরের ট্যাক্স ডিপার্টমেন্ট এর অনুমতি লাগে। ওই শিল্পী বাংলাদেশের প্রবেশের ক্ষেত্রে অনাপত্তিপত্র এবং ফিরে যাওয়ার সময় ট্যাক্স পরিশোধ সংক্রান্ত অনাপত্তিপত্র লাগে।
এ নিয়ম অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ, সংস্কৃতি কিংবা তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব রয়েছে এসব তথ্য যাচাই করার।
এরই মধ্যে আগামী ১৮ নভেম্বর বলিউডের অরেক অভিনেত্রী নোরা ফাতেহিসহ অন্যান্য সেলিব্রেটিদের একটি ডকুমেন্টারিতে অভিনয়ের জন্য আসার কথা।
ওই অনুষ্ঠানেও একইভাবে কর ফাঁকির আশঙ্কায় আগেভাগেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রযোজ্য ট্যাক্স আদায় করার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।