ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেন মাস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন সংস্থাটির নতুন মালিক ইলন মাস্ক। খবর সিএনএন'র।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল আক্রমণকে কেন্দ্র করে সাবেক প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছিল কর্তৃপক্ষ। অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়ার বিষয়ে জনমত জানতে শুক্রবার (১৮ নভেম্বর) রাতে টুইটারে একটি পোল তৈরি করেন মাস্ক।
শনিবার (১৯ নভেম্বর) রাতে পোলের ফলাফলে দেখা যায়, ৫১.৮ শতাংশ ব্যবহারকারী ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়েছে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন, এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৪৮.২ শতাংশ।
এই ফলাফল জানিয়ে শনিবার রাতেই মাস্ক এক টুইট বার্তায় লেখেন, "জনমত মিলেছে; ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল করা হবে।"
টুইটারে একজন বিতর্কিত ব্যবহারকারী হলেও সাবেক প্রেসেডেন্ট ট্রাম্প জনপ্রিয় এই প্ল্যাটফর্মে বেশ প্রভাবশালী হিসেবেই পরিচিত। ৯০ মিলিয়ন অনুসরণকারী (ফলোয়ার) রয়েছে তার।
অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ায় টুইটারের নতুন মালিক ও বর্তমান সিইও ইলন মাস্কের প্রশংসা করেন তিনি।
ট্রাম্প বলেন, তিনি মাস্ককে পছন্দ করেন। কারণ তিনি (মাস্ক) একজন 'স্মার্ট' লোক।
২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে টুইটারে আবারও ফিরে আসা ট্রাম্পের জন্য ইতিবাচক বলেই মনে করছেন অনেকে। যদিও আগে সাবেক প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি টুইটারে পুনরায় যোগদানের পরিবর্তে তার নিজস্ব প্ল্যাটফর্ম, ট্রুথ সোশ্যাল-এই থাকবেন; কিন্তু প্রচারণার পদ্ধতিতে এত বড় পরিবর্তন তার রাজনৈতিক ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছিলেন অনেকেই। তাই আবারও টুইটারে ফিরতে পারাকে ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।