শীতের প্রকোপে ইউক্রেনের দুরবস্থা নিয়ে দুশ্চিন্তা
রাশিয়ার হামলায় জ্বালানি অবকাঠামোর মারাত্মক ক্ষতি সামলাতে ইউক্রেনের সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার দাবির পুনরাবৃত্তি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
যুদ্ধের রাশ ইউক্রেন বা রাশিয়ার হাতে কতটা রয়েছে, সে বিষয়ে তর্কবিতর্ক থাকলেও ঋতু হিসেবে শীতকালের ক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই। যুদ্ধক্ষেত্রের উল্লেখযোগ্য অংশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে শুরু করেছে। রাজধানী কিয়েভে তুষারপাত শুরু হয়েছে। সেইসঙ্গে বৃষ্টি ও কাদার কারণে সৈন্য ও সামরিক সরঞ্জাম পরিবহনও বড় সমস্যা হয়ে উঠছে। রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ, পানি ও ঘর গরম রাখার উত্তাপ সরবরাহের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশের ২৭টি অঞ্চলের মধ্যে ১৫টিতে চার ঘণ্টা বা আরো বেশি সময়ের জন্য ব্ল্যাকআউটের পরিকল্পনা করা হয়েছে। সেই সময় আরো বাড়ানো হতে পারে বলে বিদ্যুৎ সংস্থা জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনের চলতি শীতকালকে 'প্রাণঘাতী' হিসেবে সতর্ক করে দিয়েছে। সংস্থার ইউরোপের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. হান্স হেনরি পি ক্লুগে বলেন, স্বাস্থ্য ও জ্বালানি অবকাঠামোর উপর হামলার অর্থ হলো অসংখ্য হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র আর পুরোপুরি চালু থাকতে পারছে না। সেখানে জ্বালানি, পানি ও বিদ্যুতের অভাব প্রকট হয়ে উঠছে। মরিয়া হয়ে শরীর গরম রাখার বিকল্প প্রচেষ্টার কারণে শ্বাসকষ্ট ও হৃদরোগের আশঙ্কাও বেড়ে যাবে বলে তিনি সতর্ক করে দেন।
এমন পরিস্থিতিতে রাশিয়ার হাত থেকে সদ্য পুনরুদ্ধার করা খেরসন ও মিকোলাইভের মতো অঞ্চলের বাসিন্দাদের উদ্ধার করে দেশের অন্য জায়গায় নিয়ে যাবার কাজ শুরু করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ। উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, সরকার সেখানকার মানুষের জন্য পরিবহণ, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করবে। বিশেষ করে নারী ও শিশু এবং অসুস্থ ও বয়স্ক মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। ইউক্রেনে জ্বালানি সংরক্ষণের খাতিরে তিনি গত মাসে বিদেশে বাসরত ইউক্রেনীয়দের উদ্দেশে শীতকালে দেশে না ফেরার আবেদন জানিয়েছিলেন। কিয়েভসহ অন্যান্য জায়গার যে সব মানুষের কয়েক মাসের জন্য দেশের বাইরে থাকার সামর্থ্য রয়েছে, তাদের উদ্দেশ্যেও সেই আবেদন জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
শীত আরো জাঁকিয়ে বসার আগে রাশিয়ার সেনাবাহিনী অবশিষ্ট অধিকৃত এলাকার উপর নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের বাহিনীর হামলার আশঙ্কায় দ্নিপার নদীর পূর্ব প্রান্তে সামরিক অবস্থান আরো মজবুত করছে মস্কো। রাশিয়া নিয়ন্ত্রিত এলাকার মানুষকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাবার চেষ্টা চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি সোমবার আবার ন্যাটোসহ অন্যান্য সহযোগী দেশগুলির উদ্দেশ্যে রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার ডাক দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার হামলার ফলে দেশের ৫০ শতাংশেরও বেশি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগের দায়ে রাশিয়ার উপর আরো কড়া নিষেধাজ্ঞা চাপানোরও ডাক দেন তিনি। ভিডিও লিংকের মাধ্যমে মাদ্রিদে
ন্যাটোর ৬৮তম সংসদীয় সভায় ভাষণ দিতে গিয়ে জেলেনস্কি বলেন, সন্ত্রাসী রাষ্ট্রটিকে দেখাতে হবে, যে সে দেশের জয়ের কোনো সুযোগ নেই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও সোমবার রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে। রাশিয়া সুপরিকল্পিতভাবে ইউক্রেনের মানুষের হত্যা, নিপীড়ন ও অপহরণ চালিয়েছে বলে রাষ্ট্রদূত বেথ ভান স্কাক দাবি করেন। তিনি মার্কিন কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংগঠনগুলির উদ্দেশ্যে যুদ্ধাপরাধের পূর্ণাঙ্গ তদন্তের ডাক দিয়েছেন।