‘রিভলবার রহস্য’ নিয়ে ৩ বছর পর বড় পর্দায় ফিরছেন অঞ্জন দত্ত
৩ বছর পর আবার নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন অঞ্জন দত্ত। এবার তার পরিচালনায় মুক্তি পেতে চলেছে একটি গোয়েন্দা চলচ্চিত্র, নাম 'রিভলবার রহস্য'। গত ৫ জানুয়ারি প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার।
ড্যানি ডিটেকটিভের গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ সিনেমা। অঞ্জন দত্তের পরিচালনায় উঠে এসেছে এক অদ্ভুত গোয়েন্দার গল্প। ট্রেইলারে গোয়েন্দা জানান তিনি নাকি কখনও গোয়েন্দা হওয়ার কথা ভাবেননি। সিনেমায় রয়েছে ভূতের প্রসঙ্গও!
প্রকাশ পাওয়া ট্রেইলারে গোয়েন্দা আরও জানান যে ম্যাজিক দেখিয়ে নাকি তার জীবন কেটে যেতে পারত। কিন্তু আচমকাই তার জীবনের গতিপথ পাল্টে যায় একজনের পাল্লায় পড়ে। ম্যাজিশিয়ান থেকে তিনি গোয়েন্দা হয়ে ওঠেন। এখান থেকেই স্পষ্ট তিনি স্বেচ্ছায় নয় বরং পরিস্থিতির চাপে গোয়েন্দা হয়ে উঠেছেন।
'রিভলবার রহস্যে' মুখ্য ভূমিকায় দেখা যাবে সুপ্রভাত দাসকে। তার সঙ্গে থাকবেন তনুশ্রী চক্রবর্তী।
অঞ্জনের ভাষ্যে, ''আমি থ্রিলার বানিয়ে ক্লান্ত। শেষ বয়সে এসে দর্শককে একটু ভূত, গোয়েন্দা, গান- সব মিলিয়ে বিনোদনের প্যাকেজ উপহার দিতে চাই। তাই এই ছবি।''
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও অঞ্জন দত্ত ড্যানি ডিটেকটিভের গল্প নিয়ে এসেছিলেন বড় পর্দায়। সেই সিনেমার নাম ছিল 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'। সেখানেও সুপ্রভাত দাস গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছিলেন।
'রিভলবার রহস্য'তে অভিনয় নিয়ে এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুপ্রভাত বলেছিলেন, "সবার মতো আমারও স্বপ্ন ছিল গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করার। অঞ্জন স্যার যখন আমায় বলেছিলেন যে তৈরি হও, আমার গল্পের কেন্দ্রীয় চরিত্র তুমি… সেদিন দারুণ একটা উত্তেজনা অনুভব করেছিলাম।"
এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সুজয় নীল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, রানা গুহ, সুদীপা বসু, চন্দন সেন, ছন্দক চৌধুরী, প্রমুখ।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন অঞ্জন দত্ত। আর গানের দায়িত্বে ছিলেন নীল দত্ত।