'ব্রাজিলের কোচ হবেন মরিনহো', দাবি পোর্তোর সাবেক ফুটবলার কার্লোস আলবার্তোর!
কাতার বিশ্বকাপে শুরু থেকে বেশ ভালো পারফরম্যান্স করেও কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার সাথেসাথেই ব্রাজিলের কোচের পদ থেকে সরে এসেছেন তিতে। তাই এই মুহূর্তে একজন দক্ষ কোচের সন্ধানে রয়েছে ব্রাজিল। এরই মধ্যে পোর্তোর হয়ে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী সাবেক ফুটবলার কার্লোস আলবার্তো জানিয়েছেন, পর্তুগিজ কোচ হোসে মরিনহোই হতে পারেন ব্রাজিলের জন্য সবচেয়ে উপযুক্ত কোচ।
মরিনহোর অধীনে পোর্তোর হয়ে ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন আলবার্তো। মুন্দো জিভি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই ফুটবলার দাবি করেছেন, তার কাছে 'ভেতরের খবর' রয়েছে যে মরিনহোকেই তিতের উত্তরসূরি হিসেবে ভাবছে ব্রাজিল! আলবার্তো আরও দাবি করেছেন, মরিনহোর সহকারী হওয়ার জন্য তাকেও প্রস্তাব দেওয়া হয়েছে।
কার্লোস আলবার্তো বলেন, "আমি এখন একটা বোমা ফাটাতে চাচ্ছিলাম, কিন্তু পারবো না। আমি তাহলে কথাই বলি। হয়তো মরিনহোই হবেন ব্রাজিলের নতুন কোচ। এটা ফার্স্ট হ্যান্ড তথ্য হিসেবে জানাচ্ছি। এই তথ্য কোথেকে এসেছে তা বড় কথা নয়, কিন্তু আমি এই তথ্য আপনাদের দিচ্ছি... কারণ তিনি (মরিনহো) আমাকে তার সহকারী হওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন।"
সাবেক ব্রাজিলিয়ান ফুটবলারের মতে, মরিনহোকে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রচণ্ড উদ্ধত-অহংকারী হিসেবে দেখানো হয়েছে, তিনি মোটেও তা নন।
এদিকে কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই একাধিক দেশের জাতীয় দলের কোচ হিসেবে হোসে মরিনহোর নাম উঠে এসেছে। রোমার বর্তমান কোচ পর্তুগালের দায়িত্ব নিতে পারেন বলেও দাবি করা হয়েছিল গণমাধ্যমে। তবে এত সব গুজবের মাঝে টুঁ শব্দটিও করেননি ৫৯ বছর বয়সী মরিনহো। বরং এই মুহূর্তে তিনি নিজের ক্লাব রোমাকে এগিয়ে নিতেই ব্যস্ত।
সূত্র: গোল