কান চলচ্চিত্র উৎসবে স্করসেজি-ডিক্যাপ্রিওর 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' এর প্রিমিয়ার
বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেজি পরিচালিত, লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত চলচ্চিত্র 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' এর প্রিমিয়ার হবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২০ মে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে তারকাখচিত এই ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
১৯৭৬ সালে 'ট্যাক্সি ড্রাইভার' চলচ্চিত্রের জন্য শীর্ষ পুরস্কার পালমে দ'অর জিতেছিলেন মার্টিন স্করসেজি। এরপরে ১৯৮৬ সালে 'আফটার আওয়ারস' ছবির জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জেতেন তিনি। এরপরে তার আর কোনো ছবির প্রিমিয়ার হয়নি এই উৎসবে। যদিও ১৯৯৮ সালে উৎসবের জুরি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। বহু বছর পর আবারও কান-এ ছবির প্রিমিয়ারের জন্য 'শাটার আইল্যান্ড' নির্মাতাকে স্বাগতম জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য যে, 'কিলার অব দ্য ফ্লাওয়ার মুন' এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এ ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়াও রয়েছেন রবার্ট ডি নিরো, ব্রেন্ডন ফ্রেজারের মতো তারকারা। এ নিয়ে সপ্তমবারের মতো স্করসেজির সঙ্গে কাজ করলেন ডিক্যাপ্রিও। অক্টোবরের শুরুতে সিনেমা হলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কান চলচ্চিত্র উৎসবে শুধুমাত্র হলে মুক্তি পেয়েছে, সেসব ছবিকেই 'পালমে দ'অর' এর জন্য প্রতিযোগিতা করার অনুমতি দেওয়া হয়; যে কারণে নেটফ্লিক্সের ছবিগুলো এ চলচ্চিত্র উতৎসবে অংশ নিতে পারে না।
মার্কিন কথাসাহিত্যিক ডেভিড গ্রানের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন'। ছবির চিত্রনাট্য লিখেছেন স্করসেজি ও এরিক রোথ। ১৯২০ শতকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের পটভূমিতে নির্মিত ছবিটিতে তুলে ধরা হয়েছে ধনকুবের ওসেজ জাতির সদস্যদের নৃশংসভাবে খুনের ঘটনা।