দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না লিটনের
এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল। তবে সাকিব আল হাসানদের সঙ্গী হতে পারেননি লিটন দাস।
বিসিবি থেকে জানা গেছে, অসুস্থতার কারণে দলের সঙ্গে যাচ্ছেন না লিটন। জ্বরে ভুগছেন তিনি।
মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে শনিবারও বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন লিটন। অসুস্থতার কোনো লক্ষণ তখন বোঝা যায়নি। জ্বর এসেছে এরপরে কোনো সময়ে।
যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ এসেছে লিটনের। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি গণমাধ্যমকে জানান, এখনও পর্যন্ত খুব গুরুতর কিছু মনে হচ্ছে না, 'আজকে কেবল জ্বরের প্রথম দিন ওর। এখনই কিছু বলা কঠিন। তবে সব পরীক্ষার ফল ভালো। আশা করছি তেমন কিছু হয়নি। একটু ভালো বোধ করলেই রওনা দিয়ে দেবে।'
জ্বর কমলে সোমবার শ্রীলঙ্কায় যেতে পারেন লিটন। একই ফ্লাইটে দলের সঙ্গে যেতে পারছেন না তরুণ পেসার তানজিম হাসান সাকিবও।
এবাদত হোসেন চোটে পড়ায় শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান। দেরিতে দলে অন্তর্ভুক্ত হওয়ায় আজকের ফ্লাইটে টিকিট পাওয়া যায়নি তার জন্য।