বিশ্বকাপ শেষ সাকিবের
বিশ্বকাপে কাঙিক্ষত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। টানা ছয় হারের পর জয়ের স্বাদ পেয়েছে দলটি। জয়ে ফেরার ম্যাচে ব্যাটে-বলে নেতৃত্ব দেন সাকিব আল হাসান, জেতেন ম্যাচসেরার পুরস্কারও। দল জিতলো, নিজেও খুঁজে পেলেন ছন্দ; কিন্তু এদিনই লাগলো চোট। যে চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হলো বাংলাদেশ অধিনায়ককে।
সোমবার বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। হারের অধ্যায়কে বিদায় বলার দিনে বাংলাদেশ জেতে ৩ উইকেটে, ব্যাট হাতে সাকিব খেলেন ৬৫ বলে ৮২ রানের ইনিংস। এই ইনিংসটি খেলার সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান তিনি। এই চোটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে না সাকিবের।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচ শেষে সাকিবের আঙুলে এক্স-রে করা হয়। রিপোর্টে চিড় ধরা পড়েছে তার আঙুলে। শেষ বেলার চোটে আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে না অভিজ্ঞ এই অলরাউন্ডারের।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, 'ব্যাটিং করার শুরুর দিকেই বা হাতের তর্জনীতে চোট পান সাকিব, তবে তিনি ব্যান্ডেজ করে ও ব্যথানাশক খেয়ে ব্যাটিং চালিয়ে যান। ম্যাচের পর দিল্লিতে জরুরি ভিত্তিতে এক্স-রে করা হয় তার, রিপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে যে তার পিআইপি পয়েন্টে চিড় আছে।'
চোট কাটিয়ে উঠতে সাকিবের তিন-চার সপ্তাহ সময় লাগবে বলে জানান বায়েজেদুল ইসলাম। দেশে ফিরে পুনর্বাসন শুরু করবেন তিনি। বিসিবির ফিজিও বলেন, 'এই চোট কাটিয়ে উঠতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। পুনর্বাসন শুরু করতে আজই সে বাংলাদেশে ফিরবে।'
বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। আঙুলের চোটে এই টেস্ট সিরিজে সাকিবের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কিনা, এই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে।