চরম ব্যর্থতার বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা
সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে গিয়ে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ৯ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে সাকিব আল হাসানের দল। শেষ পাঁচ বিশ্বকাপের মধ্যে এটাই বাংলাদেশের সবচেয়ে হতাশার আসর। ব্যর্থতার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রোববার সকাল পৌনে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি।
চোটের কারণে আগেই দেশে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। আজ বাকি ক্রিকেটারদের সবাই দেশে ফিরেছেন। তবে দলের সঙ্গে কোচিং স্টাফদের সবাই আসেননি। কেবল প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে ঢাকা এসেছেন। চরম ব্যর্থ হয়ে দেশে ফেরা দলটির কোনো ক্রিকেটার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বেশিরভাগ ক্রিকেটার নিজ ব্যবস্থায় বাড়ির পথ ধরেন।
পরিবারকে সময় দিতে বিসিবির সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ভারত থেকেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন প্রোটিয়া এই কিংবদন্তি পেসার। আসনেনি ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরন, তার সঙ্গেও বিসিবির চুক্তি শেষ। বাকি কোচিং স্টাফরা সংক্ষিপ্ত ছুটি পেয়ে গেছেন যার যার গন্তব্যে।
এবারের বিশ্বকাপটা দুঃস্বপ্নে কেটেছে বাংলাদেশের। চার আসর পর দুটি জয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। আগের চারটি বিশ্বকাপেই তিনটি করে ম্যাচ জেতে তারা। নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া বাংলাদেশ জেতে ২টি ম্যাচ। পরের আসরে জয়হীন থাকে তারা। এরপর টানা তিন জয়ের পথে থাকলেও এবার সেই ধারায় থাকা হলো না তাদের।
দেশে ফিরে বিশ্রামের জন্য খুব বেশি সময় পাবেন না বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপ শেষেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড, ২১ নভেম্বর ঢাকায় থাকবে কিউইরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিরপুরে ৬ ডিসেম্বর শুরু হবে। ম্যাচ দুটি আইসিসির টেস্টর চ্যাম্পিয়নশিপের অংশ।