খুলনায় মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতিতে করোনা পরীক্ষায় বিঘ্ন
টেকনোলজিস্টদের বয়স মার্জনা করে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ প্রদান ও মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ১০ম গ্রেডে উন্নতীকরণসহ ছয় দফা দাবিতে খুলনায় কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলোজিস্টরা।
বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। এ সময় বন্ধ ছিল খুলনায় করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম।
কর্মবিরতিতে নেতৃবৃন্দরা দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে মেডিকেল টেকনোলোজিস্টদের বয়স মার্জনা করে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ প্রদান, মেডিকেল টেকনোলোজিস্টদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ, সেচ্ছাসেবক, অস্থায়ী ও মাস্টার রোল ভিত্তিতে মেডিকেল টেকনোলোজিস্ট নিয়োগ বন্ধ করণের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তারা।
খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটিপিসিআর মেশিনের মেডিকেল টেকনোলজিস্ট মো. সেলিমুজ্জামান বলেন, ছয় দফা দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। বেলা ১১টা থেকে ১ টা পর্যন্ত এই কর্মবিরতি চলে। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।