সরকারের দামে অসন্তোষ, ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংস বিক্রি বন্ধ
সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মাংস ব্যবসায়ীরা।
সোমবার (১৮ মার্চ) বিকেল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেশ কয়েকটি বাজারে মাংস বিক্রি বন্ধ রয়েছে এবং এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার রাতে জেলা কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয় থেকে ব্যবসায়ীদের কাছে সরকার নির্ধারিত নিত্যপণ্যের মূল্যতালিকা সরবরাহ করা হয়। এতে গরুর মাংসের খুচরা মূল্য বেঁধে দেওয়া হয় প্রতি কেজি ৬৬৪ দশমিক ৩৯ টাকা।
তবে ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে প্রতি কেজি গরুর মাংস কেনাবেচা হয় ৭৫০ টাকায়। মাংসের নতুন দরে অসন্তোষ জানিয়ে ব্যবসায়ীরা শহরের ফারুকী বাজার, আনন্দবাজার, মেড্ডা বাজার ও কাউতলী বাজারসহ বিভিন্ন বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ করে দেন।
জেলা মাংস ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ জানান, সরকারের বেঁধে দেওয়া দামে মাংস বিক্রি করলে অনেক লোকসান হবে। এ দরের চেয়ে খরচ আরও বেশি পড়ে। এ নিয়ে আগামীকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, 'সরকার যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। ব্যবসায়ীদের অসন্তোষের বিষয়ে তাদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।'