ট্রাম্পের বিচারকাজ চলা আদালতের বাইরে নিজের গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের যে আদালতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে, তার বাইরে নিজের গায়ে আগুন দিয়েছেন এক ব্যক্তি। শুক্রবার (১৯ এপ্রিল) এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ওই ব্যক্তিকে নিজের মাথায় তরল জ্বালানি ঢেলে শরীরে আগুন জ্বালিয়ে দিতে দেখেন।
পুলিশ বলেছে, বাতাসে ষড়যন্ত্র-তত্ত্বের প্রচারপত্র ছুড়ে দেওয়ার পর নিজের গায়ে আগুন দেন ওই ব্যক্তি।
তবে তিনি কেন এ কাজ করেছেন, তা জানা যায়নি।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, নিজের গায়ে আগুন দেওয়া ৩৭ বছর বয়সি ওই ব্যক্তির নাম ম্যাক্স আজারেল্লো। তিনি ফ্লোরিডার বাসিন্দা। চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি নিউইয়র্কে আসেন।
ঘটনার সময় ট্রাম্প আদালতেই উপস্থিত ছিলেন। তখন তার বিচার কার্যক্রমের জুরি বাছাই চলছিল। তবে আজারেল্লোর গায়ে আগুন দেওয়ার ঘটনার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট আদালত ছেড়ে চলে যান।
সম্পর্ক গোপন রাখতে পর্নো তারকাকে দেওয়া ঘুষের মামলায় ট্রাম্পের বিচার চলছে। এ মামলায় তিনি দোষী নাকি নির্দোষ, তা ঠিক করবে এই জুরি। ট্রাম্পই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন।
জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, আজারেল্লোর গায়ে আগুন দেওয়ার ঘটনায় আদালতের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি। ঘটনার পর বিকেলে আবার আদালতের কার্যক্রম চালু হয়।
এক সংবাদ সম্মেলনে তদন্তকারীরা জানান, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তাদেরকে ইমারজেন্সি নম্বর ৯১১-এ কল করে জানানো হয় যে একজন ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।
আজারেল্লোর কোনো অতীত অপরাধের ইতিহাস নেই। ফ্লোরিডায় তার পরিবারও জানত না যে তিনি নিউইয়র্কে এসেছেন।
নিউইয়র্কের পুলিশপ্রধান জেফরি ম্যাডরে বলেন, শুক্রবার সকালই থেকে একটি ব্যাগ ও রাজনৈতিক 'প্রোপাগান্ডামূলক' প্রচারপত্র নিয়ে আদালত ও তৎসংলগ্ন পার্ক এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে আজারেল্লোকে। ওই প্রচারপত্রগুলো 'ষড়যন্ত্র-তত্ত্ব'-সংক্রান্ত ছিল বলে জানান তিনি।
ম্যাডরে বলেন, দুপুর ১টার দিকে আদালত চত্বরের বাইরে ব্যাগ থেকে তরল দাহ্য পদার্থের বোতল বের করে নিজ গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন আজারেল্লো।
শুক্রবার বিকেলে নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, আজারেল্লোর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার অবস্থা 'অত্যন্ত গুরুতর' হলেও তিনি বেঁচে আছেন বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, আজারেল্লো তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর বেসামরিক ব্যক্তি ও আদালতের কর্মকর্তারা পার্কে দৌড়ে যান। কোট ও অগ্নিনির্বাপক দিয়ে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করেন। নিউইয়র্কের দমকল বিভাগ এসে আগুন নিভিয়ে আজারেল্লোকে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আজারেল্লো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করে গেছেন।
ট্রাম্পের বিচার চলা আদালতের কাছেই ঘটনা ঘটলেও পুলিশ বলছে, আজারেল্লো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে নিজ গায়ে আগুন দিয়েছেন বলে মনে হয়নি। তাকে ষড়যন্ত্র-তত্ত্বে বিশ্বাসী বলে মনে হয়েছে।