হামাসের নতুন রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ার
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে ইয়াহিয়া সিনওয়ারকে। তেহরানে ইসমাইল হানিয়ার মৃত্যুর পর গতকাল (৬ আগস্ট) ইয়াহিয়াকে নতুন রাজনৈতিক প্রধান নির্বাচিত করে বিবৃতি দিয়েছে সংগঠনটি।
রাজনৈতিক প্রধান হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইয়াহিয়া সিনওয়ার হামাসের সশস্ত্র শাখার প্রধান ছিলেন। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় তিনি ছিলেন সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা।
বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, "হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত করেছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তরসূরি হবেন।"
বুধবার (৩১ জুলাই) ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়ার কয়েক ঘণ্টা পর হত্যাকাণ্ডের শিকার হন হানিয়া। হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও দেশটি দায় স্বীকার করেনি।
৬১ বছর বয়সী সিনওয়ারকে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে দেখা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে, সেদিন হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছে, আহত আরও কয়েক হাজার। এ ছাড়া দুই শতাধিক লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
এই হামলার জবাবে গাজায় ইসারায়েলি আগ্রাসন শুরু হয় এবং এতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসমারিক নাগরিক। এছাড়া এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।