বাইডেন ‘লো আইকিউ’র লোক: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের তীব্র সমালোচনা করে তাকে 'লো-আইকিউ' বা কমবুদ্ধির লোক এবং কোনমতে সজাগ আছেন বলে বর্ণনা করেছেন।
এর পাশাপাশি নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে বিমানবন্দরে সমর্থকদের উদ্দেশ্যে শুক্রবার ট্রাম্প নির্বাচনে পুনরায় জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন। একইসঙ্গে সমাজতান্ত্রিক বিপর্যয় থেকে দেশকে রক্ষাকারী হিসেবেও তিনি নিজেকে বর্ণনা করেন। এপির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে রিপাবলিকান কনভেনশনে ট্রাম্প বলেছিলেন, বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদ থাকতে পারবে না।
আগামী ৩ নভেম্বরের নির্বাচনে তিনি নিশ্চিত জয়ী হবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন। এমনকি এ বিষয়ে কারো কোন সন্দেহ আছে কিনা বলেও তিনি সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন।
তিনি বলেন, আমি 'লো-আইকিউ'র একজন লোকের কাছে হেরে যাবো, আমি তা চাই না।
জো বাইডেনকে 'স্লিপি জো' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই লোক জানে না যে সে বেঁচে আছে।
ডেমোক্রেট 'নৈরাজ্যকারীদের' কাছ থেকে দেশকে রক্ষারও অঙ্গীকার করেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮০ হাজার মানুষ মারা গেলেও ট্রাম্প বলেন, করোনা নিয়ন্ত্রণে রয়েছে।
ট্রাম্প বলেন, আমরা সকলে আমেরিকান জনগণ ও বামপন্থী উশৃঙ্খল জনতার মাঝে দাঁড়িয়ে আছি। এই উশৃঙ্খলদের কাছ থেকে আপনি গণতন্ত্রকে রক্ষা করতে চাইলে আপনাকে অবশ্যই চরম নিম্নমানের প্রার্থীকে পরাজিত করতে হবে।