তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি: সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের সিদ্ধান্তে অন্দোলন স্থগিত
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে ৭ দিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এর আগে, বিকেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা জানান, "তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি-না, সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তে আমরা খুশি। সেজন্য আপাতত রাজপথে কোনো কর্মসূচিতে থাকছি না আমরা।"
কমিটি গঠনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ দৌলা খান বলেন, "তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববাব থেকে বৃহস্পতিবারের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।"
"তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক কি-না, তা যাচাই করবে এ কমিটি," যোগ করেন তিনি।
এর আগে, কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে তাদের ক্যাম্পাসে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে।
এ সময় কলেজ গেটের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।
সোমবার (১৮ নভেম্বর) বিক্ষোভের প্রথম দিনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে সড়ক ও রেলপথ অবরোধ করেন। এ সময় তারা চলন্ত ট্রেনে ইট-পাটকেল ছুড়ে এক শিশু-সহ বেশ কয়েকজন যাত্রীকে আহত করেন বলে অভিযোগ রয়েছে।
এদিন, পুরো এলাকাজুড়ে ট্রাফিক চলাচলে ব্যাপক ব্যাহত ঘটে।