জাতীয় স্মৃতিসৌধ থেকে আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী আটক
ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
এই কর্মকর্তা টিবিএসকে বলেন, 'ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ আট নেতা-কর্মীকে জাতীয় স্মৃতিসৌধ থেকে আটক করা হয়েছে।'
তবে আটকদের সবার বিস্তারিত পরিচয় জানাননি তিনি।
তাদের আটকের কারণ জানতে চাইলে তিনি বলেন, 'আমরা তাদের ব্যাপারে যাচাই-বাছাই করছি। বিস্তারিত পরে জানাতে পারব।'