রাজধানীর কারওয়ান বাজারে রেলপথ অবরোধ
রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলক্রসিং অবরোধ করেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
যদিও এর কয়েক ঘণ্টা পরে অবরোধ তুলে নিলে, রেল যোগাযোগ আবারও শুরু হয় বলে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজ্জাদুর রহমান
জানা যায়, বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এফডিসি রেল ক্রসিং অবরোধ করেন রেলের অস্থায়ী কর্মচারীরা।
রেলের নারায়ণগঞ্জ থেকে ঢাকা টঙ্গি বিভাগে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়ারা গত ৬ মাসের বেতন-ভাতা পাননা। অস্থায়ী নিয়োগ পাওয়া এই শ্রমিকরা গেটম্যান, ওয়েম্যান, খালাসি হিসেবে কর্মরত।
শ্রমিরা জানান, তাদের মতো সারাদেশে প্রায় সাড়ে ৭ হাজার অস্থায়ী শ্রমিক রয়েছেন। দাাবি আদায় না হলে আগামীতে সারাদেশে অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
আগামী বৃহস্পতিবারের (১৯ ডিসেম্বর) মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন তারা।