সাভারে শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ঢাকার সাভারে বাসের ধাক্কায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন ও ঢাকা আরিচা মহাসড়ক করে বিক্ষোভ করেছে নার্সিং কলেজটির শিক্ষার্থীরা।
এসময় ওই শিক্ষার্থীর মৃত্যুর সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।
আজ রোববার সকালে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় এই মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এসময় বেলা ১২ টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশের পক্ষ থেকে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে দুপুর ১টার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল শনিবার ভোরে সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে বের হন। সকাল ৯ টার দিকে বাইসাইকেলে করে ফেরার সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় পেছন থেকে ঠিকানা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম বলেন, "আমরা বাসের চালক ও হেলপারকে দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে সবার জন্য সড়ক নিরাপদ করা হোক এই দাবি জানাচ্ছি। সড়ক নিরাপদ থাকলে আমরা আজ প্রত্যয়কে হারাতাম না।"
যোগাযোগ করা হলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, "শিক্ষার্থীরা দুপুর ১২ টা থেকে এক ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখে। প্রত্যয় সরকার নিহতের ঘটনায় ঠিকানা পরিবহনের একটি বাস আটক করা হয়েছে। ওই ঘটনায় নিহতের বাবা জনাতন সরকার বাদি হয়ে গতকালই (শনিবার) মামলা দায়ের করেছেন।"