ইউক্রেন নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখলেন ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২২ সাল থেকে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
স্থানীয় সময় রবিবার (২২ ডিসেম্বর) এক বক্তৃতায় ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার অঙ্গীকার হিসেবে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার কথা উল্লেখ করেছেন।
এসময় তিনি দাবি করেছেন, এ যুদ্ধে 'লাখ লাখ সেনা' প্রাণ হারিয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার ট্রাম্পকে আলোচনার প্রস্তাব দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, 'তিনি (ট্রাম্প) চাইলে আমি সাক্ষাৎ করতে প্রস্তুত।'
বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, তবে তিনি জানেন না কবে তাদের সাক্ষাৎ এই হবে, কারণ ট্রাম্প 'এটা নিয়ে কিছুই বলেননি' এবং চার বছরেরও বেশি সময় ট্রাম্পের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।
ট্রাম্প ফিনিক্সে এক কনজারভেটিভ সম্মেলনে বলেন, 'প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। সুতরাং আমাদের এর জন্য অপেক্ষা করতে হবে। তবে মূল কথা আমাদের এই যুদ্ধের অবসান ঘটাতে হবে।'
এবিষয়ে বিশদ কিছু বলেননি ট্রাম্প এবং পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো প্রতিশ্রুতিও দেননি।
তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি এমন একটি চুক্তি করতে আগ্রহী, যার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের দখল করা কিছু অংশ রাখার অনুমতি পাবে [ দখল করা পুরো অংশ রাখতে পারবে না]।
সাম্প্রতিক নির্বাচনে ট্রাম্পের জয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাশিয়াকে পরাজিত করা এবং নিজেদের দখল হওয়া ভূমি পুনরুদ্ধার প্রচেষ্টা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছে।
গত সপ্তাহে ট্রাম্প বলেন, জেলেনস্কির 'একটি চুক্তি করার জন্য প্রস্তুত থাকা' উচিত।