আল-জাজিরার তথ্যচিত্র মন্দ সাংবাদিকতার দৃষ্টান্ত: এডিটরস গিল্ড
কাতারের আল-জাজিরা চ্যানেলে সম্প্রচারিত বাংলাদেশ সম্পর্কিত 'অল দ্যা প্রাইম মিনিস্টার'স মেন' ডকুমেন্টারিটি সম্পাদকদের বৃহত্তম সংগঠন এডিটরস গিল্ডের দৃষ্টিগোচর হয়েছে। সম্পাদকীয় সংগঠনের অবস্থান থেকে এডিটরস গিল্ড মনে করে, এই ডকুমেন্টারিটি প্রচার করা হয়েছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এবং অনেক ক্ষেত্রেই সাংবাদিকতার নীতি নৈতিকতা না মেনে।
পুরো বিষয়টি একটি পরিবারের সদস্যদের নিয়ে, অথচ শিরোনাম করা হয়েছে, 'অল দ্যা প্রাইম মিনিস্টার'স মেন'। বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিশেষ কিছু অভিযোগের বয়ান দিতে গিয়ে প্রমাণহীনভাবে 'প্রাইম মিনিস্টার'স মেন' টার্মটা ব্যবহার করা মন্দ সাংবাদিকতা বলে দাবি করছে এডিটরস গিল্ড।
সংগঠনটি মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত এ পক্ষপাতদুষ্ট একটি তথ্যচিত্র কোনভাবেই অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত হতে পারে না।
পুরো ডকুমেন্টারিটির ভিত্তি হলো একজন মানুষের কিছু অনানুষ্ঠানিক ও আড্ডার আলাপ, যার কোন গ্রহণযোগ্য প্রমাণ এতে উপস্থাপিত হয়নি।
হাঙ্গেরি ও ফ্রান্সে মিলিয়ন মিলিয়ন ইউরোর বিনিয়োগের কথা বলা হয়েছে। এর উৎস দেখানো হয়নি। কেবল মুখের কথাতেই বলা হয়েছে সরকারের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিরাট অর্থ লেনদেনের কথা। এসব অভিযোগের সমর্থনে ইউরোপীয় ইউনিয়ন কিংবা সংশ্লিষ্ট দেশসমূহের কোনও প্রশাসনিক বক্তব্যও আল-জাজিরা দেয়নি।
সামিকে 'জীবননাশের হুমকি' দেয়া ইমেইলের কোন অরিজিনাল পেইজ ছিল না। ফলে এর সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে।
হাঙ্গেরি, ফ্রান্স বা মালয়েশিয়ায় বিচরণকারী হিসেবে যাদের দেখানো হয়েছে, এবং তাদের পাসপোর্ট জালিয়াতি, অন্য কাজের জালিয়াতি, অর্থ পাচার, ইত্যাদি নানা অপরাধের যে বর্ণনা রয়েছে এসব বিষয়ে সেসব দেশের সরকারের দিক থেকে কারও কোনো বক্তব্য না থাকায় এডিটরস গিল্ড এই তথ্যচিত্রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।
পুরোটা সময় গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখানো হয়েছে। এটি একটি মান সম্পন্ন সংবাদ মাধ্যম করতে পারে না। যাদের বিরুদ্ধে এত কিছু তাদের বক্তব্য না থাকায় এটি সম্পূর্ণ সাংবাদিকতা পরিপন্থী কাজ হয়েছে। দীর্ঘ দুই বছরের অনুসন্ধানের পর 'তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি' বলাটা অগ্রহণযোগ্য বলে মনে করছে এডিটরস গিল্ড।
স্পাই ওয়্যার কেনার বিষয়টি সরকারের নিজস্ব নীতি এবং সেটিও যে সত্যিই ইসরায়েলি কোম্পানি থেকে কেনা হয়েছে তার প্রমাণ নেই তথ্যচিত্রে। নাম প্রকাশে অনিচ্ছুক বলে এক প্রকার সাংবাদিকতার মতই এখানে দুজন ইসরায়েলি কর্মকর্তার কথা বলে তাদের ছবি ঢেকে দেয়া হয়েছে। এগুলো নিছক চাতুর্য ছাড়া আর কিছু নয়।
এক ঘন্টার তথ্যচিত্রে একজন অন্যতম সাক্ষাৎকারদাতা বাংলাদেশের আদালত কর্তৃক দন্ডিত। এডিটরস গিল্ড যৌক্তিক প্রমাণ দিয়ে সাংবাদিকতার স্বার্থে যেকোন সংবাদ বা আনুষ্ঠানকে স্বাগত জানায়। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু প্রচারিত হলে তা প্রকারান্তরে গণতন্ত্র ও সাংবাদিকতা উভয়কেই ক্ষতিগ্রস্ত করে।