ছবির গল্প: ওয়েলসের রাস্তা ছাগলের দখলে
লকডাউনের সময় রাস্তাঘাট খালি থাকায় শহরটির রাস্তায় ছাগলগুলোকে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
গতকাল থেকে আবারও ব্রিটেনের ওয়েলসের ল্যান্ডডুডনোর রাস্তায় ছাগলের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকেই সমুদ্র তীরবর্তী শহরটিতে কাশ্মীরি ছাগলের এ জাতটির বিচরণ দেখা গেছে বেশ কয়েকবার। লকডাউনের সময় রাস্তাঘাট খালি থাকায় শহরটির রাস্তায় ছাগলগুলোকে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।