ডি মারিয়া যখন মাঠে, তখন তার বাসায় ডাকাতি
লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে নান্তেসের বিপক্ষে খেলছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথমার্ধের ৪২তম মিনিটে গোল দেওয়া পিএসজি দ্বিতীয়ার্ধে আরও দাপুটে ফুটবল খেলার চেষ্টা করছিল। এমন সময়ে কোচ মাউরিসিও পচেত্তিনোকে ইশারা দিলেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। এরপরই মাঠে খেলতে থাকা আনহেল ডি মারিয়াকে তুলে নেন পচেত্তিনো।
ডি মারিয়াকে তুলে নিয়ে ডাগ আউটেও থাকলেন না পিএসজি কোচ। শিষ্যকে নিয়ে ড্রেসিং রুমের দিকে এগোতে থাকলেন তিনি। অনেকেই তখন ধন্ধে, কী এমন হলো যে ডি মারিয়াকে তুলে নিয়ে মাঠেও থাকলেন না কোচ! এর কারণ কিছুক্ষণ পরই জানা যায়।
ডি মারিয়া যখন দলের হয়ে লড়ছেন, তার প্যারিসের বাসায় তখন ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় বাসায় ছিল ডি মারিয়ার স্ত্রী-সন্তান। এ কারণে ম্যাচ রেখেই বাসার দিকে ছোটেন আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এদিন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহসের বাসাতেও ডাকাতির ঘটনা ঘটেছে।
ডি মারিয়ার বাসায় ডাকাতির ঘটনা এবারই প্রথম নয়। এরআগেও এই অভিজ্ঞতা হয়েছে আর্জন্টাইন এই তারকা ফুটবলারের। ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ডি মারিয়ার বাসায় ডাকাতির ঘটনা ঘটে।
ডি মারিয়ার মাঠ ছাড়ার ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে পিএসজির। ঘরের মাঠেই নান্তেসের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন জুলিয়ান ডাক্সলার। নান্তেসের হয়ে গোল করেছেন রান্ডার কোলো ও মোসেস সিমন। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট পাওয়া পিএসজি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিঁলি।