এক হাফ সেঞ্চুরিতেই র্যাঙ্কিংয়ে উন্নতি সৌম্যর
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের মতো সৌম্য সরকারেরও খারাপ সময় যাচ্ছে। ওয়ানডে সিরিজে পুরোপুরি ব্যর্থ হওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয় টি-টোয়েন্টিতে রানের দেখা পেয়েছেন, করেছেন একটি ঝড়ো হাফ সেঞ্চুরি। এই এক ইনিংসেই আইসিসি টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে সৌম্যর।
নিউজিল্যান্ড ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ শেষে এই ফরম্যাটের র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। এতে সৌম্য ছাড়াও উন্নতি হয়েছে তরুণ বাঁহাতি ওপেনার নাঈম শেখের। এ ছাড়া ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের।
টি-টোয়েন্টিতে বড় ইনিংস খেলতে না পারলেও রানের দেখা পেয়েছেন নাঈম। প্রথম ম্যাচে ২৭ রান করা ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান দ্বিতীয় ম্যাচে করেন ৩৮ রান। এই দুই ইনিংসে ১৩ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন নাঈম। নেপিয়ারে ২৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করা সৌম্য র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সৌম্যর রান ছিল যথাক্রমে ০, ৩২ ও ১। প্রথম টি-টোয়েন্টিতে ৫ রান করে আউট হন তিনি।
দুই ম্যাচের পারফরম্যান্সে নিউজিল্যান্ড ব্যাটসম্যান ডেভন কনওয়ে রাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন। হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টিতে ৯২ রানের ইনিংস খেলা কনওয়ে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে অবস্থান করছেন। মাত্র ১৩টি ম্যাচ খেলে সেরা পাঁচে জায়গা করে নিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় গ্লেন ফিলিপস দুই ম্যাচে ২৪ ও ৫৮ রান করে ক্যারিয়ার সেরা ২৬তম স্থানে উঠে এসেছেন। কিউইদের টি-টোয়েন্টি অধিনায়ক টিম সাউদি দুই ধাপ এগিয়ে সাত নম্বরে আছেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে মাহমুদউল্লাহর উন্নতি হয়েছে সাত ধাপ। অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলে যৌথভাবে ৪০তম স্থানে আছেন তিনি। ২৭ রান দিয়ে চার উইকেট নিয়ে বোলার র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা তিন নম্বরে নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি।