করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মনমোহন সিং
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্ট এক ব্যাক্তির বরাত দিয়ে 'হিন্দুস্তান টাইমস' জানিয়েছে, একদল বিশেষজ্ঞ চিকিৎসক এই কংগ্রেস নেতাকে পর্যবেক্ষণ করছেন। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে।
সোমবার ভারতের ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ভারতে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এটাই সর্বাধিক দৈনিক সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬১৯ জন।