করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হলেও টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা খালেদ মাহমুদ সুজনের। শুক্রবার হোটেলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির এই পরিচালকের। কিন্তু সেটা আর হচ্ছে না। করোনায় আক্রান্ত হয়েছেন খালেদ মাহমুদ।
আক্রান্ত খালেদ মাহমুদ নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরে বাসায় আইসোলেশনে আছেন তিনি। শনিবার করোনা পরীক্ষার ফল হাতে পান সাবেক এই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান বলেছেন, 'সে করোনা পজিটিভ হয়েছে, এ কারণে দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা, তাই টিম লিডারের দায়িত্ব কে পালন করবেন, তা নিয়ে আমরা দেখছি। এটা নিয়ে সমস্যা হবে না।' আকরাম খান নিশ্চিত করলেও বিসিবির মেডিকেল বিভাগ এ বিষয়ে এখনও কিছু জানায়নি।
শ্রীলঙ্কা সফরে টিম লিডারের দায়িত্ব পালন করেন খালেদ মাহমুদ। দেশে ফিরে হোম কোয়ারেন্টিন করেন তিনি। দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ হওয়ার পর দলের সঙ্গে যোগ খালেদ মাহমুদ। কিন্তু ঈদের পর ১৮ মে থেকে অনুশীলন শুরু হলেও তিনি যোগ দেননি।