অলিম্পিক মিশ্র দ্বৈত থেকে রোমান-দিয়া জুটির বিদায়
দারুণ পারফরম্যান্সে আশা জেগেছিল। কিন্তু টোকিও অলিম্পিকে মিশ্র দ্বৈতে রোমান সানা-দিয়া সিদ্দিকী জুটির পথ দীর্ঘ হলো না। লড়াই করলেও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে বিদায় নিতে হলো বাংলাদেশকে।
প্রথম সেটে রোমান-দিয়া তেমন প্রতিরোধ গড়তে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই হেরে যান তারা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত পারা যায়নি। তৃতীয় সেটে আরও জমজমাট লড়াই, কিন্তু এবারও জেতা যায়নি। রিকার্ভ মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে হেরে যায় বাংলাদেশ।
শনিবার ইউমেনোশিমা ফিল্ডে রিকার্ভ মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেন আন সান-কিম জে ডিওক জুটি।
প্রথম সেটে লড়াই করতে পারেনি রোমান-দিয়া জুটি। ৩৮-৩০ পয়েন্টে হেরে যান তারা। দ্বিতীয় সেটে লড়াই করেও ৩৫-৩৩ ব্যবধানে হেরে যান রোমান-দিয়া। তৃতীয় সেটে সমানে সমান লড়াই হয়। কিন্তু সামান্যর জন্য হার মানতে হয় তাদের। এই সেটে ৩৯-৩৮ পয়েন্টে জেতে দক্ষিণ কোরিয়া।
শুরুতেই কঠিন প্রতিপক্ষ সামনে পড়ায় হয়তো মন খারাপই হয়েছিল রোমান-দিয়া জুটির। যদিও লড়াইয়ের পর মন খারাপ থাকার কথা নয় তাদের। বিশ্বের সেরা দলের বিপক্ষে হারলেও ছেড়ে কথা বলেননি তারা।
২০১৯ সালে ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে দলীয় সোনা ও ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ এবং ২০২১ সালে এশিয়ান গ্র্যাঁ প্রিঁতে ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে সোনা জেতা ডিওক র্যাঙ্কিং রাউন্ডে ৬৮৮ স্কোর গড়ে সেরা হয়েছিলেন। তবে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে রিকার্ভ পুরুষ এককে ১৭ বছর বয়সী এই আর্চারের অবস্থান ২১০ নম্বর।
আন সান রিকার্ভ মহিলা এককের র্যাঙ্কিংয়ে নবম। ওয়ার্ল্ড আর্চারি স্বীকৃত প্রতিযোগিতায় দুটি সোনা ও একটি করে ব্রোঞ্জ ও রুপা জয়ের অভিজ্ঞতা নিয়ে টোকিওতে এসেছেন তিনি।
দেশসেরা আর্চার রোমান সানা রিকার্ভ পুরুষ এককের র্যাঙ্কিংয়ে ২৫তম। ওয়ার্ল্ড আর্চারি স্বীকৃত প্রতিযোগিতায় ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ তে মিশ্র দ্বৈতে রুপা ও ২০১৯ সালে আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। রিকার্ভ পুরুষ বিভাগের র্যাঙ্কিং রাউন্ডে রোমান ৬৬২ স্কোর গড়ে ৬৪ প্রতিযোগীর মধ্যে ১৭তম হন।
আর্চারি বিশ্বকাপ দিয়ে সবার নজরে আসা ১৭ বছর বয়সী দিয়া মহিলা এককের র্যাঙ্কিংয়ে ১৫৫তম। গত মাসে লুজানের আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রিকার্ভ মিশ্র দ্বৈতে রুপা জেতাই তার সেরা প্রাপ্তি। র্যাঙ্কিং রাউন্ডে ৬৩৫ স্কোর গড়ে ৬৪ প্রতিযোগীর মধ্যে ৩৬তম হন দিয়া। ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি আছে রোমান ও দিয়ার।