মেহেদী, সাকিব, নাসুমদের বিপক্ষে ধুঁকছে নিউজিল্যান্ড
বাংলাদেশের স্পিনের বিপক্ষে ভোগে সব প্রতিপক্ষই, কিছুদিন আগেই ভুগে গেছে অস্ট্রেলিয়া। স্পিনে বিপদ হবে, তা জানা ছিল নিউজিল্যান্ডেরও। স্পিন সামলাতে অনেক পড়ালেখা করেছে কিউইরা। কিন্তু তাতেও লাভ হলো না। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে সফরকারীরা।
ইনিংসের তৃতীয় বলেই অভিষিক্ত রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দিয়েছেন ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদী হাসান। এই চাপ কটিয়ে উঠতে না উঠতে ছোবল হেনেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার উইল ইয়ংয়ের স্টাম্প উপড়ে নিয়েছেন।
চতুর্থ ওভারে কলিন ডি গ্র্যান্ডহোমকে নিজের শিকারে পরিণত করেছেন নাসুম আহমেদ। এই ওভারের শেষ বলে টম ব্লান্ডেলকেও ফিরিয়ে দিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
স্পিনের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড ৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৯ রান। উইকেটে আছেন টম ল্যাথাম ও হেনরি নিকোলস।