সাভারের চামড়া শিল্প প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল
সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত চামড়া শিল্প প্রতিষ্ঠানের বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনঃতফসিলের সময় তিনমাস বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের দেয়া সুবিধায় চামড়া শিল্প প্রতিষ্ঠানগুলোর ঋণ আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ডাউন পেমেন্ট দিয়ে পুনঃতফসিল করতে পারবে।
এর আগে গত ৬ জানুযারি নির্দেশনায় বলা হয়েছিল, ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ঋণ স্থিতির ন্যূনতম ২ শতাংশ অর্থ ডাউন পেমেন্ট আদায় করে এক্সিট সুবিধা দেয়া যাবে।
তবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সব প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ৫ কোটি টাকা সেই প্রতিষ্ঠানকে ঋণের টাকা পরিশোধের জন্য সর্বোচ্চ ৩ বছর এবং যে সকল প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ৫ কোটি টাকার বেশি তাদের পরিশোধের জন্য সর্বোচ্চ ৫ বছর সময় দেয়া যাবে।
এক্ষেত্রে গ্রাহকদের ডাউন পেমেন্ট দিয়ে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আবেদন করার সময় নির্ধারিত ছিল। পরে আরও দুই দফায় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। নতুন নির্দেশনায় গ্রাহকরা ৩০ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবে।