ক্যাম্পেইনের আওতায় বৃহস্পতিবার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে ৫৪ লাখ মানুষ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আওতায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ পেয়েছে ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জন। একদিনে ৭৮ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দেয়ার লক্ষ্য থাকলেও তা পূরণ না হওয়ায় বাকিদের আগামীকাল শনিবার টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছে ৫,৭৮,৯৩,১৮৭ জন। এর মধ্যে অন্তত এক ডোজ টিকা পেয়েছে ৪,১৫,১৬,৬৭২ জন আর উভয় ডোজ সম্পন্ন করেছে ২,৬৭,৭৬,৪৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, গত ২৮ এবং ২৯ সেপ্টেম্বর ৭৮ লাখের ওপরে মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। যে কেন্দ্র থেকে প্রথম ডোজ দেওয়া হয়েছিল, সেই কেন্দ্রেই বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়।
রাজধানীর দুই সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ডে অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করে টিকা দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারোয়ার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি কেন্দ্রে প্রায় ৫৪ হাজার মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করে। বৃহস্পতিবার লক্ষ্যমাত্রা অনুযায়ী সবাই টিকা না পেলে, তাদের শনিবার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।"
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, ৭৫টি কেন্দ্রে ২৮ হাজার ৭০২ জন দ্বিতীয় ডোজ পাবেন। যারা বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ পাননি, তারা পরের সপ্তাহে যে কোনো সময় সিটি করপোরেশনের অধীনে ৫টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার অথবা মহানগর জেনারেল হাসপাতাল এবং শিশু হাসপাতাল থেকে টিকা গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার ও শনিবার মিলিয়ে প্রায় ৮০ লাখ দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে। সাধারণ মানুষের পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমও যথারীতি অব্যাহত থাকবে।