এশিয়ান ফিল্ম ফেস্টিভালে গ্র্যান্ড জুরি প্রাইজ জিতল 'রেহানা মরিয়ম নূর'
অভিষেক চলচ্চিত্র 'রেহানা মরিয়ম নূরে'র জন্য বৃহস্পতিবার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছেন পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
একইসঙ্গে ছবির প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আজমেরী হক বাঁধন।
অ্যাপসায় 'নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড' ক্যাটাগরিতে অংশ নেয় রেহানা মরিয়ম নূর।
'রেহানা মরিয়ম নূর'-এর কাহিনী আবর্তিত হয়েছে মেডিকেল কলেজের অধ্যাপক রেহানাকে নিয়ে। রেহানা যৌন নিপীড়ন ও হয়রানির শিকার একজন শিক্ষার্থীর ন্যায় বিচারের জন্য লড়াই করেন।
প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এবং একমাত্র দক্ষিণ এশীয় চলচ্চিত্র হিসেবে চলতি বছর কানের আঁ সার্তে রিগা শাখায় চলচ্চিত্রটি নির্বাচিত হয়।
কানের পর লন্ডন, বোসন এবং হংকংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালগুলোতেও চলচ্চিত্রটি প্রশংসা লাভ করে।
শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রেহানা মরিয়ম নূর।