স্বর্ণের পরশ পেল না বাংলাদেশ
প্রথমবারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকলেও লক্ষ্য ছিল স্বর্ণ জয়। ইতিহাস রচনার আশায় ছিলেন হাকিম আহমেদ রুবেল-দিয়া সিদ্দিকী। কিন্তু সে আশা পূরণ হয়নি তার। অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। এ যাত্রায় রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দিনের তৃতীয় ইভেন্ট রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে বাংলাদেশের রুবেল-দিয়া জুটি ১-৫ সেটে হেরে যান কোরিয়ার রিও সু জাং-লি সিউংইউন জুটির কাছে। এর আগে গত মঙ্গলবার দারুণ প্রতিদ্বন্দ্বিতা শেষে রুবেল-দিয়া জুটি ৫/৪ সেট পয়েন্টে ভারতের অঙ্কিতা ভক্ত-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে।
শিষ্যরা স্বর্ণ জিততে না পারলেও অখুশি নন বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখ। দীর্ঘদিন দলের সঙ্গে কাজ করা ফ্রেডরিখ বলেন, 'আমি ওদের পারফরম্যান্সে খুশি। ওরা সবাই ভালো খেলেছে। এখানে আমরা হয়তো স্বর্ণ জিততে পারিনি। কিন্তু আমরা তো রূপা জিতেছি।'
প্রথম দুই সেট পিছিয়ে পড়া রুবেল-দিয়া কেবল শেষ সেটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। দক্ষিণ কোরিয়ার আর্চাররা অভিজ্ঞতার কারণেই এগিয়ে ছিল বলে মত কোচের, 'এটা আসলে ফাইনালের মঞ্চ। এখানে পারফর্ম করতে আরও সময় লাগবে ওদের। তবে শেষ সেট কিন্তু ওরা বেশ ভালো তির ছুঁড়েছে।'
গত ১৮ বছরে এবারই প্রথম বাংলাদেশ এশিয়ান আর্চারিতে পদক জিতেছে। গত পরশু পুরুষ রিকার্ভ দলগত ও মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে। এরপর আজ মিশ্র দ্বৈতে রুপা। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্সে খুশি দিয়া।
তিনি বলেন, 'এখানে পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। ফাইনালেও আমরা চেষ্টা করেছি ভালো খেলার। আজ প্রথম দিকে হয়তো সেভাবে মারতে পারিনি। তবে শেষ দিকে এসে ভালো খেলেছি। এখানে বাতাসটা বুঝতে পারিনি প্রথম সেটে। আর দ্বিতীয় সেটে আমার তীর আটকে গিয়েছিল। ওরা আসলে একই ধারবাহিকতায় তির ছোড়ে। আমাদের আত্মবিশ্বাসটা ওই রকম পর্যায়ে পৌঁছাতে হবে।'
প্রথমবার বড় মঞ্চে সুযোগ পেয়েও সেটা কাজে না লাগাতে না পেরে হাকিমের কন্ঠে আক্ষেপ। তিনি বলেন, 'এই হার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। এখানে কিছু ভুল বুঝতে পেরেছি, যেটা শুধরে পরবর্তীতে আরও ভালো খেলার চেষ্টা করব আমি। তারপরও আমার নিজের পারফরম্যান্স নিয়ে আমি অনেক খুশি। এ পর্যন্ত যত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি এর মধ্যে সেরা স্কোর হয়েছে এবার।'