জার্মানিতে দুই সিসা বারে বন্দুকধারীর হামলায় নিহত ৯
জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরে দুইটি সিসা বারে এক বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও কয়েকজন মানুষ।
স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
দুই সিসা বারে থাকা লোকজনের বেশিরভাগ কুর্দি বলে খবর পাওয়া গেছে। হামলার পর সন্দেহভাজনকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার সঙ্গে আরেকজনের মরদেহ ছিল।
গুলির কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয় সংবাদপত্র বিল্ড জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি জার্মানির নাগরিক, যার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। তার গাড়িতে গুলি ও বন্দুকের একাধিক ম্যাগাজিন পাওয়া গেছে।
গুলি চালানোর প্রথম ঘটনাটি ঘটে ফ্রাংকফুর্ট থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে হানাউ শহরের প্রাণকেন্দ্রে একটি মিডনাইট সিসা বারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বেশ কিছু গুলির শব্দ শুনেছেন। এতে কমপক্ষে তিন জন নিহত হয়েছে।
প্রথম ঘটনার পর সন্দেহভাজন কালো একটি গাড়িতে করে কেসেলস্তাত এলাকায় গিয়ে অ্যারেনা বার অ্যান্ড ক্যাফে নামের আরেক সিসা বারে গুলি চালান। এতে পাঁচ জন নিহত হয়।
পরবর্তী সময়ে গুলিতে আহত আরেকজনের মৃত্যু হয়।