জয়ের সুবাস পাচ্ছে সৌম্য-মিঠুনদের মধ্যাঞ্চল
দারুণ জয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু করে ওয়ালটন মধ্যাঞ্চল। প্রথম রাউন্ডে ইনিংস ব্যবধানে জেতে দলটি। দ্বিতীয় রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষেও ব্যাট-বলের শাসন জারি রেখেছে তারা। টানা দ্বিতীয় জয়ের সুবাস পাচ্ছে সৌম্য সরকার-মোহাম্মদ মিঠুনদের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৮৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল। জয় তুলে নিতে চতুর্থ ও শেষ দিনে ৯ উইকেটে ১১২ রান করতে হবে তাদের। সৌম্য ৩৩ ও মিঠুন ৪২ রানে অপরাজিত আছেন।
আরেক ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চলের ম্যাচটি ড্রয়ের পথে এগোচ্ছে। উত্তরাঞ্চলের করা ৩৮৫ রানের জবাবে তৃতীয় দিনশেষে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩৫০ রান তুলেছে। অমিত হাসান ও তৌহিদ হৃদয় সেঞ্চুরি করেছেন। হৃদয় ১৫৯ রানে অপরাজিত আছেন, দক্ষিণাঞ্চল পিছিয়ে আছে ৩৫ রানে।
মিরপুরে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে মধ্যাঞ্চল। তৃতীয় দিন সকালে তারা গুটিয়ে যায় ২২৭ রানে। ১৮ রানে এগিয়ে থাকার পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিধ্বস্ত হয় পূর্বাঞ্চল। মাত্র ৫১ রানেই ৬ উইকেট হারানোর পর প্রীতম কুমার ৫৬ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৪ ও নাঈম হাসান ৮৮ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৬৮ রান করলে মধ্যাঞ্চলকে মাঝারি লক্ষ্য দিতে সক্ষম হয় তারা।
প্রীতম-নাঈম সপ্তম উইকেটে ১০৩ রান যোগ করেন। এরপরও ১৮০ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয় পূর্বাঞ্চলের। মধ্যাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান। মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৪টি এবং আবু হায়দার রনি ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নেন।
১৯৯ রানের লক্ষ্যে এক উইকেটে ৮৭ রান তুলে তৃতীয় দিন শেষ করে মধ্যাঞ্চল। ওপেনার মিজানুর রহমান ১২ রান করে ফিরে যান। মোহাম্মদ মিঠুন ৫৪ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪২ ও সৌম্য সরকার ৪টি চার একটি ছক্কায় ৬৯ বলে ৩৩ রানে অপরাজিত আছেন।