করোনায় দৈনিক প্রাণহানি আবার বেড়ে ৩৪
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা নাগাদ গেল ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯। কয়েকদিন কমার পর হঠাৎ করেই বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।
বিগত চার দিন ধরে দৈনিক মৃতের সংখ্যায় কমে আসার প্রবণতা দেখা যায়। সোমবার ১৯ জনের মৃত্যুর কথা জানায় দেশের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার প্রদত্ত তথ্যে দৈনিক শনাক্তের সংখ্যা এবং শনাক্তের হারেও ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে। গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪ হাজার ৭৪৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত করা হয়। শনাক্তের হার এখন ১৩.৭৭ শতাংশ।
সোমবার মোট ৪ হাজার ৬৯২ জনকে শনাক্ত করা হয়, আর শনাক্তের হার ছিল ১৩.৫৩ শতাংশ।
সর্বশেষ পরিসংখ্যান যোগ হয়ে দেশে প্রাণঘাতী কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ২৮ হাজার ৮৭২ জনে পৌঁছে গেছে। এপর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১০২।
আজ যাদের মৃত্যুর কথা জানানো হয়, তাদের সিংহভাগ বা ২১ জন ছিলেন ঢাকা বিভাগের। এরপর বরিশালে ৪ জন এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুরে দুজন করে মারা গেছেন। আর একজনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।
গেল ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪১৭ জন রোগীকে কোভিড-১৯ মুক্ত ঘোষণা করা হয়েছে, সুস্থতার হার ৮৮.৭৬ শতাংশ।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই মাসের ১৮ তারিখেই প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।