করোনায় আক্রান্ত নন ট্রাম্প: হোয়াইট হাউস
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, পরীক্ষা-নিরীক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেস সচিব ফ্যাবিও ওয়াজনগার্টনের সঙ্গে সাক্ষাতে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন পরই ফ্যাবিও ওয়াজনগার্টনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এমন ঘটনার পর গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে গুঞ্জন ওঠে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৬০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। দেশটিতে ইতোমধ্যে দুই হাজার ৯৭৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন।
কিন্তু শুরু থেকেই করোনাকে বিপজ্জনক বলে মানতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ভাইরাসটির কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।