ছেলেদের পর নিউজিল্যান্ড সফরে যাবেন জ্যোতি-রুমানারা
আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান খেলবে সিরিজটি। পুরুষ দলের মাস খানেক পর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলও। সফরে বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
মঙ্গলবার ২০২২-২৩ মৌসুমে ঘরের মাঠের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সূচি অনুযায়ী আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডে যাবেন বাংলাদেশের মেয়েরা। ২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দুই ফরম্যাটে ৬টি ম্যাচ খেলবেন জ্যোতি, রুমানা, সালমরা।
নভেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ নারী দল। প্রস্তুতির জন্য আরেকটু আগেও যেতে পারে দল, তবে তা এখনও নিশ্চিত হয়নি। আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির উইমেন উইংয়ের এক কর্মকর্তা।
ডিসেম্বরের শুরুতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ডিসেম্বর হ্যাগলে ওভালে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর একটায় শুরু হবে। পরের দুই টি-টোয়েন্টি ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল ও জন ডেভিস ওভালে ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে।
প্রথম ওয়ানডে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ম্যাচটি সেলো বেসিন রিজার্ভে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে। পরের দুই ওয়ানডে ১৪ ও ১৮ ডিসেম্বর ম্যাকলিন পার্ক ও সেডন পার্কে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ সময় ৮টায় ও তৃতীয় ওয়ানডে বিকাল ৫টায় শুরু হবে।