১৮৯৮ সালে বিলুপ্ত ঘোষণা, ৫০ বছর পর পায়ের ছাপ দেখে পুনঃআবিষ্কার হয়েছিল যে পাখি
প্রায় ৫০ বছর ধরে দক্ষিণ দ্বীপের তাকাহে পাখিকে বিলুপ্ত বলে মনে করা হয়েছিল। তবে ১৯৪৮ সালে লেক তে আনাউয়ের কাছে অজানা পাখির ডাক এবং অস্বাভাবিক পায়ের ছাপ থেকে পাখিটিকে পুনরায় আবিষ্কার করা হয়।