দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক সুকান্ত হালদারের পিতৃবিয়োগ
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার স্টাফ রিপোর্টার সুকান্ত হালদারের পিতা শ্রী রাধেশ্যাম হালদার মৃত্যুবরণ করেছেন।
৬১ বছর বয়সে বৃহস্পতিবার বেলা দেড়টায় তিনি মৃত্যুবরণ করে।
পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, হার্টে সমস্যা ও কিডনী জটিলতায় ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি রাজধানীর বাসাতেই ছিলেন।
বৃহস্পতিবার রাতেই পোস্তগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
শ্রী রাধেশ্যাম হালদার স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুকান্তের পিতার মৃত্যুতে দ্য বিজনেস স্টান্ডার্ড পরিবার শোকাহত। সহকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রাধেশ্যাম হালদারের বড় ছেলে সুকান্ত হালদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য থেকে পড়াশোনা সম্পন্ন করে সাংবাদিকতায় যোগ দেন। তাঁর আরেক ছেলে টিপু হালদার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে চতুর্থ বর্ষে পড়াশুনা করছেন।