‘এসো’র ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২৫ ডিসেম্বর (রবিবার) রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো 'এডুকেশন এন্ড সলিডারিটি অরগানাইজেশন (এসো)' এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা।
সংগঠনটি একটি অলাভজনক, অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ২০১০ থেকে সমাজের সুবিধাবঞ্চিতদের সার্বজনীন শিক্ষা ও ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছে।
চলতি বছর সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করেছে।
মূলত ভারতেশ্বরী হোমসের '৯৪ ব্যাচের ছাত্রীদের সমাজের জন্য কিছু করার তাগিদ থেকে সংগঠনটির পথচলা শুরু হয়েছিল। 'সবার জন্য শিক্ষা ও সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়নের' ভিশন নিয়ে সংগঠনটি বন্ধু ও পরিচিত মহলকে উদবুদ্ধ করে একটি সুদৃঢ় টেকসই শিক্ষা তহবিল গঠন ও ব্যবস্থাপনা এবং আবাসন ও কর্মসংস্থান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখিকা হেনা সুলতানা ও ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশনের নির্বাহী পরিচালক মোঃ আজিজুল বারী ও চলচিত্র পরিচালক আকরাম খান।