২ দশকে ‘কালি ও কলম’, স্মরণীয় রাখতে ৩ দিনব্যাপী সাহিত্য সম্মেলন
একটি মানসম্পন্ন সাহিত্যপত্রিকার অভাবমোচনের লক্ষ্য নিয়ে ২০০৪ সালে আত্মপ্রকাশ করেছিল সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম। এ বছরের জানুয়ারিতে ২০ বছর পূর্তি হয়েছে এটির।
বিশেষ এ মুহূর্তটিকে স্মরণ করে রাখতে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী 'কালি ও কলম সাহিত্য সম্মেলন'। আগামী ৮–১০ ফেব্রুয়ারি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে পত্রিকাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্ততিতে জানানো হয়েছে।
প্রথম দিন সন্ধ্যায় উদ্বোধনী সম্মেলনে কালি ও কলম-এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে। চিত্রশিল্পী ও ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবীর সভাপতিত্বে এতে মূল বক্তব্য রাখবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক চিন্ময় গুহ এবং কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন।
পরবর্তী দুদিন সাহিত্য সম্মেলনের মোট ৭টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে অংশগ্রহণ করবেন প্রবীণ-নবীন সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্টজনেরা। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠান কালি ও কলম-এর ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।
৯ ফেব্রুয়ারি 'কবিতা ও সাহিত্য – এসেছি কতদূর' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক চিন্ময় গুহ। এছাড়া মুক্তিযুদ্ধ ও নাটক বিষয়ক আলোচনা সেগমেন্টে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক মতিন রহমান।
দ্বিতীয় দিনের সম্মেলনে আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন কবি ও কথাশিল্পী মাহবুব সাদিক, কথাসাহিত্যিক ও শিক্ষক আহমাদ মোস্তফা কামাল, লেখক ও গবেষক সালেক খোকন, কথাসাহিত্যিক স্বকৃত নোমান, চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক, নাট্যকার ও কথাসাহিত্যিক রুমা মোদক, নাট্যজন রামেন্দু মজুমদার প্রমুখ।
শেষদিন ১০ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন শিক্ষাবিদ, নারী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মাহবুবা নাসরীন, লোকসংস্কৃতি গবেষক ও নাট্যকার সাইমন জাকারিয়া, শিল্পী ও শিল্প-লেখক মুস্তাফা জামান, কথাশিল্পী মানস চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীসহ আরও বিশিষ্টজনেরা।