এবারও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাব
রক্তদান কার্যক্রমের মহান ব্রত নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাব। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন উত্তর জয়পুর থেকে শুরু হওয়া কার্যক্রম ছড়িয়ে গেছে পুরো জেলাজুড়েই। এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ব্যাগ রক্ত দান করেছেন এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
প্রতিষ্ঠার পরের বছরই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাকের আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় সংগঠনটি। এ জন্য সেবার একশ শিশুকে ঈদের পোশাক উপহার দেয়। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে অষ্টমবাবের মতো ঈদ উপহার বিতরণ করেছে সংগঠনটি। এবার ৩২০ জন শিশুকে ঈদের নতুন পোশাক ও একশোটি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সেই সঙ্গে শিশুদের নিয়ে মেহেদী উৎসবও অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে সংগঠনটি শিশুদের মাঝে ঈদের পূর্ণ আনন্দ ছড়িয়ে দিয়েছে।
উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মনির হোসেন ফরহাদ বলেন, এই কর্মযজ্ঞে আমাদের স্বেচ্ছাসেবী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অর্থায়ন ছিলো। পুরো অর্থায়নটাই তাদের থেকে এসেছে। আমাদের এই কার্যক্রমের প্রতিপাদ্যই হচ্ছে সকলের সহযোগিতায় আমরা। ভবিষ্যতে এক হাজার শিশুর মাঝে এ উপহার সামগ্রী ছড়িয়ে দেয়ার প্রত্যয় আমাদের আছে।
চৌপল্লী কে.ডি.সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২ মে সোমবার এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন রিংকু, সাধারণ সম্পাদক শুভ চন্দ্র কুরী, নির্বাহী সদস্য জাকির হোসেন রাফেদ, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আমেনা আমিন পলি, দৈনিক আমার সময়ের বিভাগীয় সম্পাদক আপন অপু সহ সংঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।