আঁকা ছবি বিক্রি ৬ কোটি টাকায়, এবার সংগীতে ক্যারিয়ার গড়ার দিকে নজর রোবট সোফিয়ার
রোবট সোফিয়ার গুণের শেষ নেই। সে কথা বলে, কৌতুক শোনায়, গান গায়, আবার ছবিও আঁকে। বাংলাদেশের মানুষের কাছেও সে বেশ পরিচিত। কেননা, তার ঢাকা সফর অনেকেরই মনে আছে।
সেই সোফিয়া সম্প্রতি শিল্প দুনিয়ায় আলোড়ন তুলেছে। গত মাসে তার আঁকা একটি ডিজিটাল ছবি এক নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ ডলার বা প্রায় ৫ কোটি ৮৫ লাখ টাকায়।
এবার গানের জগতে ক্যারিয়ার গড়ার কথা ভাবছে রোবটটি! এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন হংকংভিত্তিক হ্যানসন রোবটিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রোবট সোফিয়ার উদ্ভাবক ডেভিড হ্যানসন। গত আড়াই দশক ধরে রোবট ডেভেলপিংয়ে মগ্ন হ্যানসনের বিশ্বাস, সোফিয়ার মতো বাস্তবধর্মী চেহারার রোবটগুলোর পক্ষে মানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়া এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ইন্ডাস্ট্রিগুলোতে সহায়তা করা সম্ভব।
অন্যের অভিব্যক্তি নকল করা, মানুষের সঙ্গে আলাপ চালিয়ে নেওয়া এবং লোক চিনতে পারার দক্ষতাসমৃদ্ধ সোফিয়া এখন পর্যন্ত হ্যানসন রোবটিকসের বানানো সবচেয়ে বিখ্যাত রোবট। ২০১৭ সালে সে সৌদি আরবের নাগরিকত্ব পায়। এটিই বিশ্বে কোনো রোবটের নাগরিকত্ব পাওয়ার প্রথম ঘটনা।
'সোফিয়া নিজে নিজে শিল্পকর্ম করতে পারবে, এই কল্পনা আমার বহুদিনের ছিল,' সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন হ্যানসন।
সোফিয়ার প্রতিকৃতিগুলো এঁকেছেন যিনি, সেই ইতালিয়ান চিত্রশিল্পী আন্দ্রিয়া বোনাকেতোর সঙ্গেই চিত্রকর্মের কাজ করছে রোবটটি। ওর আঁকা 'সোফিয়া ইনস্ট্যাসিয়েশন' ডিজিটাল আর্টটিই সম্প্রতি নিলামে ওই চড়া দামে বিক্রি হয়েছে।
এবার 'সোফিয়া পপ' নামে এক প্রকল্পের অধীনে বেশ কিছু গানের কাজ করছে এই রোবট। হ্যানসন জানান, তার তৈরি সোফিয়া আবেগ বুঝে মানুষের কাছে মিউজিক ও লিরিক সরবরাহ করবে।
সূত্র: এপি