উচ্চতা ২ ইঞ্চি বাড়াতে খরচ ৬৩ লাখ টাকা!
আমেরিকান এক ব্যক্তি নিজের উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি থেকে বাড়িয়ে ৬ ফুট ১ ইঞ্চি করতে কসমেটিক সার্জারি করিয়েছেন।
দ্য ডেইলি মেইল সূত্রে জানা যায়, টেক্সাসের ডালাসের ওই ব্যক্তির নাম আলফোনসো ফ্লোরেস। শিশু বয়স থেকেই তিনি লম্বা হতে চাইতেন। এ নিয়ে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের বাধা থাকা সত্ত্বেও ২৮ বছর বয়সী এই প্রাক-মেডিকেল ছাত্র নিজের শরীরে একটি লিম্ব-লেন্থেনিং সার্জারি করিয়েছেন। তার স্বপ্ন ছিল ৬ ফুটের চেয়েও বেশি লম্বা হওয়ার।
সার্জারিটি করেছেন লাস ভেগাসে অবস্থিত দ্য লিম্বপ্লাস্টেক্স ইনস্টিটিউটের হার্ভার্ড প্রশিক্ষিত অর্থোপেডিক সার্জন ডা. কেভিন দেবিপারসাদ।
ডা. দেবিপারসাদের ওয়েবসাইট থেকে জানা যায়, ফ্লোরেস তার এই চিকিৎসায় ৭৫ হাজার ডলার (প্রায় ৬৩ লাখ ৪৪ হাজার টাকা) খরচ করেছেন।
আগের ও পরের ছবিগুলো থেকেই বোঝা যায়, সার্জারিতে কতটুকু উচ্চতা বেড়েছে তার।
ইয়াহু লাইফস্টাইলকে ডা. দেবিপারসাদ বলেন, এই লিম্বপ্লাস্টেক্স কসমেটিক সার্জারি কিছুটা ঝুকিপূর্ণ।
অন্যদিকে, ফ্লোরেস বলেন, 'আমি জানি এমন অনেকেই আছেন, যাদের কাছে ৫ ফুট ১১ ইঞ্চি অনেক লম্বা একটি উচ্চতা। তবে আমি এর চেয়ে কিছুটা বেশি লম্বা হতে চেয়েছিলাম। আমার অ্যাথলেটিক ক্ষমতা এবং চলার গতি বাড়াতে আমি ৬ ফুট ১ ইঞ্চিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।'
- সূত্র: এনডিটিভি