একটি বিয়ারের জন্য ৩ হাজার ডলার বকশিশ!
ইউরোপ আর যুক্তরাষ্ট্রে বেড়েছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। সংক্রমণ প্রতিরোধে বন্ধ রাখা হচ্ছে অনেক পানশালা আর রেস্তোরাঁ। এসব প্রতিষ্ঠানে কর্মরতদের জীবিকাও তাই বিঘ্নিত হচ্ছে।
সেই উপলদ্ধি থেকেই মাত্র একটি বিয়ার অর্ডার করে ৩,০০০ মার্কিন ডলার টিপস দিয়েছেন সহানুভূতিশীল এক গ্রাহক।
গত রোববার যুক্তরাষ্ট্রে ওহিও রাজ্যের নাইটটাউন রেস্তোরায় এসেছিলেন ওই গ্রাহক। তারপর একটি বিয়ার অর্ডার করে তার বিল দিতে বলেন। বিল এসেছিল মাত্র ৭.০২ ডলার। কিন্তু, তিনি ৩,০০০ ডলার রেখে হেঁটে চলে যাচ্ছিলেন।
ফেসবুকে দেওয়া এক পোষ্টে এই ঘটনা সম্পর্কে জানান রেস্তোরাঁর মালিক ব্রেন্ডান রিং। কিন্তু, গ্রাহকের সম্মতি না থাকায় তার পরিচয় প্রকাশ করেননি।
রিং বলেন, তিনি চলে যেতে উদ্যত হতেই, আমি টেবিলে গিয়ে বিলটি সংগ্রহ করি। কিন্তু, তিন হাজার ডলার দিয়েছেন দেখে আমি প্রচণ্ড বিস্মিত হই। ধরেই নিয়েছিলাম তিনি ভুল করে একাজ করেছেন।
''আমি দৌড়ে গিয়ে তাকে থামাই, কিন্তু তিনি আমাকে বলেন এটা কোনো ভুল নয়। তিনি ইচ্ছে করেই একাজ করেছেন। তিনি আমার শুভকামনা করে বলেন, আপনার প্রতিষ্ঠান আবার যখন সচল হবে তখন নিশ্চয় দেখা হবে। আপাতত এই অর্থ আপনার প্রতিষ্ঠানের চার কর্মীর সঙ্গে ভাগাভাগি করে নিন।''
রেস্তোরার মালিক জানান, এমন দয়ালু আচরণ ও সহানুভুতি পেয়ে তিনি এবং তার সকল পরিবেশন কর্মী ওই ব্যক্তির প্রতি প্রচণ্ড কৃতজ্ঞতা অনুভব করছেন।
- সূত্র: এপি