কবুতরের দাম ১৩ কোটি টাকা, রয়েছে দেহরক্ষী!
বেলজিয়ামের দুই বছর বয়সী এক রেসিং কবুতর সম্প্রতি পৃথিবীর সবচেয়ে দামি কবুতরের মর্যাদা পেয়েছে। এক অনলাইন নিলামে জনৈক দক্ষিণ আফ্রিকান সংগ্রাহক এটির দাম হাঁকিয়েছেন ১ দশমিক ৩ মিলিয়ন ইউরো বা প্রায় ১৩ কোটি ১০ লাখ ৫৮ হাজার টাকা।
এই স্ত্রী কবুতরের নাম নিউ কিম।
গত সোমবার বেলজিয়ামের পিপা পিজন প্যারাডাইস ওয়েবসাইটে শুরু হওয়া ওই অনলাইন নিলামে নিউ কিমের জন্য এ পর্যন্ত দরকষাকষি হয়েছে ২২৬ বার। নিলামটি যেহেতু ১৫ নভেম্বর শেষ হবে, তাই এর পরই জানা যাবে কত টাকায় বিক্রি হচ্ছে এটি।
তবে সর্বশেষ ওঠা দরের মাধ্যমে ইতোমধ্যেই এটি পৃথিবীর সবচেয়ে দামি কবুতর হয়ে উঠেছে।
এর আগে, গত বছর ১২ লাখ ৫২ হাজার ইউরো বা প্রায় ১২ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকায় আর্মান্দো নামে এক কবুতর বেলজিয়াম থেকেই কিনে নিয়েছিলেন জনৈক চীনা সংগ্রাহক। এতদিন পৃথিবীর সবচেয়ে দামি কবুতর ছিল আর্মান্দোই।
জানা গেছে, নিউ কিমের সুরক্ষার দায়িত্বে রয়েছে একটি সিকিউরিটি কোম্পানি। রীতিমতো দেহরক্ষী রয়েছে এই কবুতরের।
- সূত্র: অডিটি সেন্ট্রাল