করোনাভাইরাস স্বাস্থ্যবিধি ভাঙায় নরওয়ের প্রধানমন্ত্রীকে পুলিশের জরিমানা
প্রায় ২ লাখ টাকা জরিমানা গুনতে হয় তাকে।
করোনাভাইরাস পরিস্থিতিতে জন্মদিন পালন করতে গিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে জরিমানা গুনতে হলো!
সামাজিক দূরত্বের বিধি ভেঙে পারিবারিক সমাগম করার দায়ে তার জরিমানা করে নরওয়েজিয়ান পুলিশ।
প্রধানমন্ত্রীকে ২০ হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা প্রায় ২ হাজার ৩৫২ ডলার (বা, প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা) জরিমানা করা হয় বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন নরওয়ের পুলিশ প্রধান ওলে সায়েভারুদ।
- সূত্র: রয়টার্স