কলায় আঁকা চিত্রকলা
লকডাউনে কেউ কেউ একঘেয়েমি অনুভব করলেও, কারও জন্য এ আবার ছিল সময়কে দারুণভাবে কাজে লাগানোর সুযোগ।
করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকতে বাধ্য হওয়ার ঘটনা মানুষের মনে নানা ধরনের প্রভাব ফেলেছে। কেউ কেউ একঘেয়েমি অনুভব করলেও, কারও জন্য এ আবার ছিল সময়কে দারুণভাবে কাজে লাগানোর সুযোগ।
নিজের প্রতিভা বিকাশের এমন সুযোগটি নিয়েছেন শিল্পী আন্না চয়নিচকা। কলার ওপর চিত্রকলা এঁকেছেন তিনি!
সময় কাটানোর জন্য এমন পথই বেছে নিয়েছেন যুক্তরাজ্যে বসবাসকারী এই তরুণী।
চলুন তার আঁকা সেই ছবিগুলোর কয়েকটা এক পলক দেখা যাক।
- সূত্র: অডিটি সেন্ট্রাল