চুল কাটা, ধোয়া, চিরুনি দিয়ে আচড়ানো ৮০ বছর ধরে বন্ধ!
বর্তমানে লকডাউনের সময় অনেকেই স্বাভাবিক সময়ের চেয়ে বড় চুল রাখছেন। তবে বড় চুল রাখার ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভিয়েতনামের এক বাসিন্দা।
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বাসিন্দা ৯২ বছর বয়সী নগুয়েন ভান চিয়েন প্রায় ৮০ বছর ধরে চুল কাটেন না। তার চুল এখন ৫ মিটার লম্বা। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি চুল কেটে ফেলার পর আমি মারা যাবো। তাই কখনো চুল কেটে ফেলার সাহস করিনি। আমি শুধু চুলের যত্ন নেই, চুল যেন পরিষ্কার ও শুকনো থাকে সেজন্য ঢেকে রাখি।'
নয়টি প্রাকৃতিক শক্তি ও সাত দেবতার উপাসক চিয়েন মনে করেন, চুল না কাটার জন্য- তার প্রতি ঐশ্বরিক আহবান করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
স্কুলে পড়ার সময় তাকে চুল কাটতে হতো। তৃতীয় শ্রেণির পর তিনি লেখাপড়া ছেড়ে দেন। তারপর থেকেই আর চুল কাটেননি। তিনি জানান, ঐশ্বরিক আহবান পেয়ে তিনি বুঝতে পারেন তিনি নির্বাচিত ব্যক্তি।
তিনি দুয়া নামের অপ্রচলিত একটি ধর্মে বিশ্বাস করেন। এই ধর্মের প্রবর্তক দাবী করতেন তিনি নারিকেল খেয়েই বেঁচে থাকেন। তাই এটি নারকেল ধর্ম হিসেবেও পরিচিত। ভিয়েতনামে বর্তমানে এই ধর্মটি নিষিদ্ধ।
চিয়েনের পাঁচ ছেলের মধ্যে ৬২ বছর বয়সী লুওম তাকে চুল সামলানোর কাজে সাহায্য করেন। লিওম-ও চুল কাটার সাথে মৃত্যুর সম্পর্কের এই ধারণায় বিশ্বাস করেন।