জুলিয়াস সিজার হত্যা স্মারক: প্রাচীন মুদ্রার দাম রেকর্ড ২৯ কোটি টাকা!
প্রাচীন রোমান সেনাপতি জুলিয়াস সিজার হত্যার একটি 'নির্লজ্জ উদযাপনে'র বর্ণাত্মক এক প্রাচীন স্বর্ণমুদ্রা নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। সম্রাটের খুনিদের একজনের ছবি খচিত রয়েছে মুদ্রাটিতে।
৪৪ খ্রিস্টপূর্বাব্দে সিজারকে যারা খুন করেন, তাদের মধ্যে তার সভাসদ মার্কাস জুনিয়াস ব্রুটাসও ছিলেন। ব্রুটাসের প্রতিকৃতি সম্বলিত এই মুদ্রা সম্প্রতি লন্ডনে ২.৭ মিলিয়ন পাউন্ড বা প্রায় ২৯ কোটি ৬৬ লাখ টাকায় কিনে নিয়েছেন এক বেনামি ক্রেতা।
মুদ্রাটিতে রোমের পম্পেই থিয়েটারে সিজারকে হত্যাকালে ব্রুটাস ও তার ষড়যন্ত্র সহচর ক্যাসিয়াসের ব্যবহারকৃত দুটি ছোরা এবং ক্রিতদাসদের মুক্তির প্রতীক একটি টুপিরও প্রতিচ্ছবি রয়েছে। আর লেখা রয়েছে 'ইদ মার', অর্থাৎ সিজারের মৃত্যুর দিন ১৫ মার্চ বোঝানো হয়েছে।
ওই হত্যাকাণ্ডের দুই বছর পর মুদ্রাটির প্রচলন করেন ব্রুটাস।
ইতিহাসখ্যাত জুলিয়াস সিজার ছিলেন প্রাচীন রোম সাম্রাজ্যের সেনাপতি ও একনায়ক। ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম হিসেবেও তাকে গণ্য করা হয়।
- সূত্র: সিএনএন