পোপকে মাস্ক উপহার দিলেন ‘স্পাইডারম্যান’!
গতকাল (বুধবার) পোপ ফ্রান্সিস যখন ভ্যাটিকানে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছিলেন, আচমকাই তার দৃষ্টি কেড়ে নেয় কমিকবুক ও চলচ্চিত্রের জনপ্রিয় সুপারহিরো চরিত্র স্পাইডারম্যান! আসলে ওই সুপারহিরোর কস্টিউমে হাজির হয়েছিলেন ২৮ বছর বয়সী ইতালিয়ান তরুণ মাত্তেও ভিল্লারদিতা।
গরম আবহাওয়ার মধ্যেও এমন পোশাক পরে পোপের সঙ্গে দেখা করার কারণ হিসেবে ওই তরুণ জানান, তিনি নিজের সন্তান ও পরিবারের জন্য শুভকামনা চেয়েছেন।
পোপ তাকে নিরাশ করেননি। মিলিয়েছেন হাত। সে সময়ে পোপের মুখে মাস্ক ছিল না। তাকে নিজের একটা মাস্ক উপহার দেন ভিল্লারদিতা।
ভিলারদিতা বলেন, 'পোপ মুহূর্তেই আমার উদ্দেশ্য ধরতে পেরেছিলেন বলে ভীষণ রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম আমি।'
এরপর উপস্থিত তরুণ ও শিশুদের সঙ্গে সেলফি তুলে মুহূর্তগুলোকে নিজের জন্য স্মরণীয় করে রাখেন ওই তরুণ।
এদিকে, ভ্যাটিকান কর্তৃপক্ষ ভিল্লারদিতাকে 'একজন সত্যিকারের ভালো সুপারহিরো' বলে অভিহিত করেছে। কেননা, ইতালিজুড়ে মাসের পর মাস ধরে চলা করোনাভাইরাসের প্রকোপকালে তিনি ১ হাজার ৪০০-এরও বেশি ভিডিওকলের মাধ্যমে হাসপাতালে ভর্তি শিশুদের মনে সাহস ও মুখে হাসি জুগিয়েছেন।
-
সূত্র: এপি